জেগে উঠেছে মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি, সতর্ক করা হয়েছে বাসিন্দাদের
জেগে উঠেছে পশ্চিম মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি। বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে ছাই এবং লাভা। এটিকে স্থানীয় মানুষরা বলেন ‘আগুনের আগ্নেয়গিরি’। কয়েকবছর অন্তরই এখান থেকে অগ্নুত্পাত হয়। অগ্নুত্পাতের জন্য চারপাশের এলাকা খালি করে দেওয়ার প্রয়োজন হয়নি। তবে কাছাকাছি এলাকায় বসবাসকারী টুক্সপান, জ্যাপোটিলটিক এবং সিউড্যাড গুজমান সম্প্রদায়ের মানুষজনকে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।
মন্তব্য চালু নেই