জুয়া খেলায় মক্কায় ১৬ বাংলাদেশি আটক

জুয়া খেলার অভিযোগে সোমবার মক্কার এক বাড়ি থেকে ১৬ প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সবাই বাংলাদেশি। তাদের কাছ থেকে ১৬শ রিয়াল জব্দ করা হয়।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুয়া খেলার জন্য সাপ্তাহিক ছুটির দিনে, বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশি শ্রমিকরা মক্কার ওই বাড়িতে জড়ো হন বলে গোপন সূত্র থেকে খবর পেয়েছিল পুলিশ। এরপর থেকে তারা ওই বাড়ির ওপর নজর রাখছিল। সোমবার তারা ওই ১৬ জনকে হাতেনাতে পাকড়াও করে। গ্রেফতার করার পর তাদের মক্কার আজইয়াদ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ২০১৩ সালের জুলাই মাসে অবৈধ কাজের জন্য রামাদানে ১৮ বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোতে জুয়া খেলা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ।

পবিত্র স্থান মক্কায়, যেখান হজ, উমরাহ পালন করা হয় সেখানে জুয়া খেলায় গ্রেফতারকৃতদের কঠোর নিন্দা জানিয়েছেন সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীরা।

একজন লিখেছেন, ‘এরকম ব্যক্তিদের আমাদের মাঝে কোনো স্থান নেই। তারা অন্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করারও যোগ্য নন।’

তথ্যসূত্র : গালফ নিউজ।



মন্তব্য চালু নেই