জার্মানিতে ফের হামলা, আহত ১২

জার্মানির নুরেমবার্গ শহর সংলগ্ন এলাকায় রোববার রাতে এক ওপেন কনসার্টে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিকে হামলাকারী হিসেবে উল্লেখ করেছে স্থানীয় কর্মকর্তারা।

গত এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি চতুর্থ হামলা। গত শুক্রবার মিউনিখে ইরানি বংশোদ্ভূত ১৮ বছরের এক তরুণের হামলায় নয়জন নিহত হয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই দেশটিতে ফের হামলার ঘটনা ঘটল।

রোববার স্থানীয় সময় ১০টা ১০ মিনিটের দিকে বাভারিয়া রাজ্যের আনসবাচ শহরে এক বারের বাইরে ওই হামলার ঘটনাটি ঘটে। এর পাশেই চলছিল ওপেন কনসার্ট যাতে অংশ নেয়ার চেষ্টা করেছিল হামলাকারী। কিন্তু নিরাপত্তাকর্মীদের কাছ থেকে বাধা পাওয়ার পর সে ওই হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এছাড়া হামলাকারী নিজেও প্রাণ হারিয়েছে। তবে এটি আত্মঘাতী হামলা কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বোমা বিস্ফোরণের পরপেরই শুরু হয় উদ্ধার তৎপরতা। প্রায় ২৫ হাজার দর্শককে ঘটনাস্থল থেকে সরিয়ে আনে উদ্ধারকর্মীরা।



মন্তব্য চালু নেই