জাপানে ভূমিকম্প সতর্কতা : সরিয়ে নেয়া হচ্ছে আড়াই লাখ মানুষ

জাপানে আবারো ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির দাতা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের আশঙ্কায় আড়াই লাখ মানুষকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। খবর বিবিসির।

মাত্র দু’দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানার পরই এই সতর্কতা জারি করা হল।

জাপানিজ রেড ক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকাওয়া বিবিসিকে বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা আরো বাড়ানো হচ্ছে। গত বৃহস্পতি এবং শুক্রবারের ভূমিকম্পে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো সহস্রাধিক মানুষ। ভূমিকম্পে বহু বাড়ি-ঘর, বহুতল ভবন,রাস্তা-ঘাট এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, সামনের দিনগুলোতে আরো ভূমিকম্প আঘাত হানতে পারে।

ভূমিকম্পের পর উদ্ধারকাজে অংশ নিয়েছেন প্রায় ৩০ হাজার উদ্ধারকর্মী। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত ১১ ব্যক্তি নিখোঁজ রয়েছেন।



মন্তব্য চালু নেই