জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীকে ঢেলে সাজানো প্রয়োজন

শান্তরক্ষীবাহিনীকে আবার নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন। খবর-বিবিসির

সম্প্রতি হাইতি ও লাইবেরিয়ায় নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যৌনতার বিনিময়ে খাদ্য দেয় সেখানকার দরিদ্র নারী ও শিশুদের – এমন প্রেক্ষাপটে এই প্রতিবেদনটি এলো।

প্রতিবেদনে বলা হচ্ছে, অভিযুক্ত শান্তিরক্ষীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত সেনা সদস্যদের প্রসিকিউশন থেকে রেহাই দেয়া উচিত নয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তা সর্বসম্মুখে প্রকাশ করা উচিত।

আগামী ছয় মাসের মধ্যে যৌন নির্যাতনের অভিযোগগুলো তদন্ত করে দেখা উচিত- এমন মন্তব্যও উঠে এসেছে প্রতিবেদনে।



মন্তব্য চালু নেই