দুদু ও রিজভীর জামিন নামঞ্জুর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে নাশকতার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মিরপুর থানার ও রিজভীর বিরুদ্ধে পল্লাবী ও মিরপুর থানার নাশকতার মামলায় তাদের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন নামঞ্জুর করেন।

চলতি বছরের ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। আটকের পর চার মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে তিনি কারাগারে আছেন।

একই বছরের ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে নাশকতার মামলায় রুহুল কবির রিজভীকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাব সদস্যরা আটক করেন। আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।



মন্তব্য চালু নেই