জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমা হামলা, নিহত ৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদ ও জাতিসংঘ কার্যালয়ের খুব কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বন্দুকযুদ্ধে তিন পুলিশসহ ছয়জন নিহত হয়েছে।

ইন্দোনেশিয়ার টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সারিনাহ শপিংমলের বাইরে কমপক্ষে ছয়টি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এরপরই সেখান থেকে গুলিবর্ষণের শব্দ আসতে শুরু করে।

বার্তা সংস্থাগুলি জানিয়েছে, সারিনাহ শপিংমলের কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ ও জাতিসংঘের কার্যালয় অবস্থিত। স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ওই এলাকায় ছয়টি বোমার বিস্ফোরণ ঘটে। ১০ থেকে ১৫ জন হামলাকারী মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করে । তাদের সঙ্গে বন্দুক ও বিস্ফোরক ছিল। তবে কারা এ হামলার পেছনে রয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্দুকযুদ্ধে তিন পুলিশ ও তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীরা ওই এলাকায় একটি নাট্যশালার ভেতরে লুকিয়ে রয়েছে বলে সর্বশেষ জানা গেছে। তবে তারা কাউকে জিম্মি করেছে কি না তা কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি। কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় পাকিস্তান ও তুর্কি দূতাবাসের সামনে তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে।



মন্তব্য চালু নেই