জলবায়ু পরিবর্তন নিরাপত্তার জন্য হুমকি : মাট্টিস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম মাট্টিস বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন ভুয়া নয় এবং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় জলবায়ু পরিবর্তনকে ভুয়া ও চীনের তৈরি গুজব বলে অভিহিত করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। অবশ্য পরে তিনি বলেছিলেন, এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি উদার। ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন, জিম মাট্টিস তাদের মধ্যে একজন।

অনুসন্ধানী সংবাদভিত্তিক অলাভজনক নিউজ পোর্টাল প্রো-পাবলিকা মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে জুড় দেওয়া হয় মাট্টিসের একটি লিখিত বক্তব্যের অংশবিশেষ। জানুয়ারি মাসে সিনেটে তার নিয়োগসংক্রান্ত শুনানির পর ওই লিখিত বক্তব্য সিনেটরদের দেন মাট্টিস।

মাট্টিস লিখিত বক্তব্যে বলেন, ‘আজ আমাদের সেনারা বিশ্বের যেসব স্থানে অভিযানে চালাচ্ছে, সেসব স্থানের স্থিতিশীলতায় প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন।’

তিনি আরো বলেন, ‘পরিবর্তিত জলবায়ুর প্রভাব যেমন- আর্কটিকে প্রবেশযোগ্যতা বাড়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, মরুকরণ এবং এ ধরনের আরো প্রভাব আমাদের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে।’

এ বিষয়ে পেন্টাগনের প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তারা কিছু বলতে রাজি হয়নি।

জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব হলো খরা ও দুর্ভিক্ষ। মধ্যপ্রাচ্য ও সাব-সাহারান আফ্রিকার অনেক দেশ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সমুদ্রোপকূলের দেশগুলোর বিশাল অঞ্চল পানিতে নিমজ্জনের আশঙ্কায় রয়েছে।

ব্লুমবার্গ মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে জানায়, সরকারের ভেতরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন ট্রাম্প।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।



মন্তব্য চালু নেই