জবাই হওয়ার শঙ্কায় তসলিমা নাসরিন!
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/01/taslima-21.jpg)
তসলিমা নাসরিনের আশঙ্কা তিনি জবাই হতে পারেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে তিনি সে আশঙ্কাই প্রকাশ করেছেন। আর সেই ভয়ে ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোতে লেখা পাঠিয়ে আবার চেয়ে তা ফেরত এনেছেন। ফেসবুক স্ট্যাটাসে সে কথাই জানিয়েছেন তিনি।
তসলিমা নাসরিন ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘একটা খুব ভীতুর কাজ করলাম। কাল শার্লি আবদুকে বলে দিলাম আমার লেখাটা যেন না ছাপায়. সম্পাদকমন্ডলী শার্লি আবদুর জন্য আমার লেখা চেয়েছিলেন। দিয়েওছিলাম, যেটা কথা ছিল ফেব্রুয়ারির ২৫ তারিখে ছাপা হবে। কিন্তু কোপেনহেগেনে সন্ত্রাসী আক্রমণ হওয়ার পর মনে হলো আমাকে সন্ত্রাসীরা এমনিতেও জবাই করবে, ওমনিতেও করবে, কিন্তু শার্লিতে আমার লেখা দেখলে ওরা হয়ত দ্রুত জবাইয়ের কাজটা সারবে। হয়ত এ মাসেই।’
স্ট্যাটাসে বিস্ময়সূচক বসিয়ে আরো লেখেন, ‘এত শীঘ্র মরলে চলবে! আমার তো আরো অনেক কাজ বাকি। আর কেই বা মরতে চায়! কিন্তু মরতে চাই না বলে এই আইসিসের যুগে মুখ বুজেও তো কখনো বসে থাকিনি। শার্লি আবদু থেকে লেখাটা সরিয়ে নিয়ে জানি না আমার কতটুকু ভালো হলো, তবে নিজেকে ভীতু বলে ভাবতে খারাপও লাগছে।’
মন্তব্য চালু নেই