‘জনগণই আপনাদের ক্ষমতা থেকে নামাবে’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘এ সরকার জনগণকে ক্ষমতার উৎস বললেও বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জনগণকেই ধোঁকা দেওয়া হচ্ছে। আপনারা জনগণকে যেমন বোকা ভাবেন জনগণ তেমন বোকা নয়। তারাই এক দিন আপনাদের ক্ষমতায় থেকে নামাবে।’

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার দুপুরে ‘দিগন্ত টেলিভিশন সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞার আঁধারে দুঃসহ ২ বছর’ শীর্ষক প্রতিবাদী সংহতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘এ সংবিধান পরিবর্তন করা না হলে মিডিয়ার উপর অত্যাচার চলতেই থাকবে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, ‘কিছু ‍দিন আগে মুক্ত গণমাধ্যম দিবস গেছে। তথ্যমন্ত্রী সেখানে মিডিয়ার অনেক সমলোচনা করেছেন কিন্তু যে সকল মিডিয়া বন্ধ আছে সে সর্ম্পকে কোনো কথা বলেননি, এটা খুবই দুঃখজনক।’

সাংবাদিক কলামিস্ট মাহফুজ উল্লাহ বলেন, ‘যে সমাজে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকে না সে সমাজ বেশি দিন টেকে না।’

দিগন্ত টেলিভিশন বন্ধের কারণে সঠিক তথ্য থেকে দেশের জনগণ বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন বলেন, ‘আমি ৫০ বছর সাংবাদিকতা করছি, কিন্তু মিডিয়ার উপর এ রকম পরিস্থিতি কখনও দেখিনি। এখন নয়াদিগন্ত পত্রিকা অনেক জায়গায় গোপনে পড়তে হয়।’

‘বর্তমান ক্ষমতাশীনদের কপালে দুর্ভোগ আছে’ মন্তব্য করে কলামিস্ট ফরহাদ মাজাহার বলেন, ‘খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি আসবে না, সামনে আরও কঠিন সময় অতিক্রম করতে হবে।’

‘বর্তমান পরিস্থিতিতে প্রিয় নবীর বিরুদ্ধে কথা বললে কিছু হয় না, অথচ বঙ্গবন্ধু ও হাসিনার বিরুদ্ধে কথা বললে খবর আছে’ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।



মন্তব্য চালু নেই