জঙ্গী কার্যক্রম পরিচালনার প্রচেষ্টা চালাচ্ছে : পুলিশ সুপার

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, দেশের মধ্যে একটি গোষ্ঠি জঙ্গী কার্যক্রম পরিচালনায় প্রচেষ্টা চালাচ্ছে । তিনি তাদের ব্যাপারে সর্তক থাকার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার পাবনার সাঁথিয়ায় থানা চত্বরে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সাঁথিয়া থানা ওসি শাহিদ মাহমুদ খানের সভাপতিৎে¦ ও শিক্ষক শফিকুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক খান, সদস্যসচিব ও উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। স্বাগত বক্তব্য দেন এ,এসপি সার্কেল (বেড়া) আবু বকর সিদ্দিক।

এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক আব্দুদ দাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ, সাবেক কমান্ডার জহুরুল ইসলাম, আ.লীগ নেতা সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শফি,জরিপ মাষ্টার, মহিলা কমিশনার লিজা খাতুন, হাসিনা খাতুন জীবন নাহার ও মিনতী রানি প্রমুখ।



মন্তব্য চালু নেই