পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনা জেলার পাবনা-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহি বাস উল্টে তিন জন নিহত হয়েছে। এঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে পাবনার আতাইকুলা থানার মধুপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন, রহমান (৪৩), রেখা (৪৫), বাবলু (৩৫), সিরাজুল (৪০), সুমী (২৫), এনায়েত উল্লাহ (৬৫), সুফিয়া (৫০), সৌরভ (৩৫), বিউটি (৪০), চাঁদ আলী (৬০), রুহুল আমিন (৫৫), মুকাদ্দেস (৫০), রানী (২৫), সিদ্দিকুর রহমান (৬০), বিউটি (৩০), মন্টু (৫০), রওশন (৪৫), বাবু (৪০), সুমাইয়া (৭), বিউটি (৩৫), খলিল (৪০), ইতি (৩০), আলিম (৪০), রোজিনা (৩০), ফরিদ (৬০) ও হাশেম (৪৫)।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাশিনাথপুর থেকে পাবনাগামী যাত্রীবাহি উত্তরা বাস মধুপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনাস্থলে একজন এবং পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে আরও দুই জনের মৃত্যু হয়। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।



মন্তব্য চালু নেই