ভুল তথ্য দিয়ে স্কুল জাতীয়করণের চেষ্টা!

পাবনার আটঘরিয়া উপজেলায় ভুল তথ্য দিয়ে একটি স্কুল জাতীয়করণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি এ অভিযোগ ওঠে।

খোঁজ নিয়ে জানা যায়, আটঘরিয়া উপজেলার পাঁচটি বেসরকারি মাধ্যমিক স্কুল জাতীয়করণের জন্য জেলা শিক্ষা অফিসের উদ্যোগে সম্প্রতি তথ্য সংগ্রহ শুরু হয়। এর মধ্যে কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করতে মিথ্যা ও ভুল তথ্য দেন স্কুলের প্রধান শিক্ষক।

স্কুল জাতীয়করণের শর্ত হিসেবে স্কুলের কমপক্ষে পাঁচ বিঘা বা এক একর ৬১ শতাংশ জমি থাকা বাধ্যতামূলক। তবে ওই বিদ্যালয়ের জমি রয়েছে মাত্র সাড়ে ৫৯ শতাংশ।

অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক তাঁর নিজ নামে থাকা জমি স্কুলের নামে দেখিয়ে তথ্য দেন। পরে বিষয়টি ফাঁস হয়ে যায়।

এ বিষয়ে পার্শ্ববর্তী আটঘরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন খান বিভিন্ন দপ্তরে বিষয়টি তদন্তের জন্য লিখিত অভিযোগ দেন।

কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, যে যে তথ্য চাওয়া হয়েছে, সেসব তথ্য আইনানুগভাবে দেওয়া হয়েছে। একটি মহল প্রতিহিংসাবশত মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



মন্তব্য চালু নেই