ছেলেকে চলন্ত ট্রেনের নিচে ছুড়ে দিলেন মা

এগার বছরের এক ছেলেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের সামনে ছুড়ে ফেলেছেন এক মা। না, তিনি ছেলেটির সৎ মা নন-নিজের মা। তবে তার মাথায় কিছু সমস্যা আছে।

ডেইলি মিরর জানিয়েছে, রোববার জার্মানির হামবুর্গ রেলস্টেশনে ওই লোমহর্ষক ঘটনাটি ঘটে। প্রকাশ্য দিবালকে ১১ বছরের লিয়নকে এক ধাক্কায় ট্রেনের সামনে ফেলে দেন তার মা জানা। চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় লিয়ন। তবে তার এক পা ট্রেনের চাকার নিচে আটকে যায়। দীর্ঘ ৪০ মিনিটের চেষ্টার পর চাকার তলা থেকে শিশুর পা খানি বের করে আনেন উদ্ধারকর্মীরা। উদ্ধার করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঘাত প্রাণঘাতী নয়। তবে তার আঘাতপ্রাপ্ত ডান পা কেটে ফেলতে হবে বলে জানা গেছে।

এদিকে ছেলেকে ট্রেনের নিচে ফেলে দেয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ৩১ বছরের জানা। তবে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যম ‘স্কাই নিউজ’ বলছে, ওই নারী সুস্থ ছিলেন না বলেই মনে হয়। কেননা সম্প্রতি তিনি মানসিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তবে তিনি কি ধরনের মানসিক জটিলতায় ভুগছেন সে বিষয়ে তারা কিছুই জানায়নি।



মন্তব্য চালু নেই