চুরি করতে গিয়ে ফেসবুক ব্যবহার!
দিনে দিনে ফেসবুকের প্রতি মানুষের আসক্তি বেড়েই চলেছে। সারা বিশ্বের প্রায় একশ কোটিরও বেশি মানুষ এই মাধ্যমটির সঙ্গে যুক্ত। কিন্তু তাই বলে চুরি করতে গিয়েও ফেসবুক ব্যবহার। না এমন ঘটনার খবর আগে কখনোই শোনা যায়নি। তবে নিকোলাস উইগ নামে মার্কিন এক যুবক এই কাজটিই করেছেন। চুরি করতে গিয়ে ফেসবুক ব্যবহার করেছেন। আর সেই সূত্রে পুলিশের হাতে ধরা খেয়ে হাতে নাতে তার ফলও পেয়েছেন তিনি।
জুন মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মিনেনসোটা অঙ্গরাজ্যের জেমস উড নামে এক ব্যক্তির বাড়িতে ঢুঁকে চুরি করেন উইগ। কিন্তু চুরি করতে গিয়েও ফেসবুকে ঢোকার ইচ্ছা হয় তার। তাই দেরি না করেই গৃহস্থের কম্পিউটারেই ফেসবুকে লগ ইন করেন তিনি। বেশ কিছুক্ষণ ব্যবহার করার পর পছন্দ মতো জেমস উডের ঘড়িসহ বেশ কয়েকটি জিনিস পত্র নিয়ে ফেরেন উইগ। তবে ফেরার পূর্বে ফেসবুক থেকে লগ আউট করতে ভুলে যান।
শেষ পর্যন্ত ফেসবুকের সূত্র ধরেই পুলিশের হাতে ধরা পড়েন উইগ। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা উইগের ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার ডলার জরিমানা হতে পারে।
মন্তব্য চালু নেই