মহাসড়কে গণডাকাতি, ওসি বললেন চেষ্টা

যশোরে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০/১২টি ট্রাকে গণডাকাতি হয়েছে। ট্রাক চালকদের আটকে তাদের কাছ থেকে নগদ তিন লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে ডাকাতদল। রোববার গভীররাতে যশোর-মাগুরা মহাসড়কে গাইদঘাট স্কুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তবে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলছেন, ‘ওই সড়কে ডাকাতির চেষ্টা হয় মাত্র, পুলিশ সময়মত উপস্থিত হওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। কোনো কিছু লুট হয়নি।’

বাংলাদেশ পরিবহন শ্রমিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও ইয়েলো লাইনসের ম্যানেজার সেলিম রেজা মিঠু জানান, রোববার দিবাগত রাত পৌনে দুইটা থেকে তিনটার মধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট স্কুলবাড়ি এলাকায় ডাকাতরা ১০/১২টি ট্রাক আটকে দেয়। ওই সময় তারা ট্রাকের চালকদের কাছ থেকে নগদ তিন লক্ষাধিক টাকা ও ৩/৪টি মোবাইলফোন নিয়ে যায়।

তিনি বলেন, ‘ওই সময় দু’পাশে ঢাকা থেকে যশোরমুখি এবং ঢাকাগামী পরিবহনের বাস এসে একযোগে হর্ণ বাজাতে থাকে। হর্ণের শব্দে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়।’



মন্তব্য চালু নেই