চীন-রাশিয়াকে নিয়ে এরদোগানের ‘ইউরেশিয়ান’ জোট

চীন এবং রাশিয়াকে নিয়ে একটি ‘ইউরেশিয়ান’ জোট গঠনের উদ্যোগ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।

তিনি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার চিন্তার মধ্যে আটকে থাকা তুরস্কের উচিত নয়। তারা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি ‘ইউরেশিয়ান’ গ্রুপে যোগ দিতে পারে।

ইতিমধ্যে তার এই ভাবনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন এরদোগান।

রাশিয়া ছাড়াও কাজাখিস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভের সঙ্গেও তিনি এ বিষয়ে আলোচনা করেছেন।

রাশিয়া এবং কাজাখিস্তান সাংহাই প্যাক্ট নামে একটি জোটের সদস্য। এটি একটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট। এর অন্য সদস্যরা হচ্ছে- চীন, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।

গত প্রায় এক দশক ধরে তুরস্কের আশা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার। কিন্তু এ বছর জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর ওই আলোচনা ঝিমিয়ে পড়ে। এরপর থেকে পশ্চিমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন তিনি।



মন্তব্য চালু নেই