চীন থেকে ফরাসি সাংবাদিক বহিষ্কার

ফরাসি সাংবাদিক উরসুলা গথারকে বহিষ্কার করেছে চীন। গত ১৮ নভেম্বর একটি প্রতিবেদনে তিনি চীনা পররাষ্ট্রনীতির সমালোচনা করেছিলেন৷ এরপর নিজের ‘ভুল’ স্বীকার করে ‘প্রকাশ্যে’ ক্ষমাও চাননি বলে তাকে বহিষ্কার করা হয়, জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শনিবার চীন সরকার সাফ জানিয়ে দিয়েছে, ফরাসি ম্যাগাজিন ‘লবস’-এর সাংবাদিক উরসুলার ‘অ্যাক্রিডিয়েশন রিনিউ’ করা হবে না৷ তাকে অবিলম্বে বেইজিং ছেড়ে চলে যেতে হবে৷ নতুন বছর শুরুর আগেই উরসুলাকে চীন ছাড়তে হবে৷

এদিকে চীনের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।



মন্তব্য চালু নেই