চীনে বন্যায় ২৫ জনের মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে আরো ৩৩ হাজার মানুষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ সপ্তাহের ভারি বর্ষণে আকস্মিক বন্যায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৩৩ হাজার ২শ জন নিজেদের ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলছে, ১০টি প্রদেশের প্রায় ৪০ লাখ মানুষ বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহের সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় এখনো পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন এলাকায় পানির উচ্চতা ১৯৯৮ সালের রেকর্ডকেও অতিক্রম করেছে।



মন্তব্য চালু নেই