চিকিৎসা কাজে গাজার ব্যবহার বৈধ হচ্ছে যে দেশে

ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে গাজার ব্যবহার বৈধ করার সাম্প্রতিক উদ্যোগে সামিল হলো কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস চিকিৎসা কাজে ব্যবহারের জন্য গাজার ব্যবহার বৈধ করে এক আদেশে স্বাক্ষর করেছেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বলছেন, রোগ নিরাময়ে নতুন এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসা কাজে এবং মানুষের জীবনমান উন্নয়নে গাজা বা মারিজুয়ানার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

তবে মাদকের বিরুদ্ধে কলম্বিয়ার লড়াই এর সঙ্গে এ সিদ্ধান্ত সাংঘর্ষিক হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত ইউরোপের কিছু দেশে গাজার ব্যবহার বৈধ রয়েছে।



মন্তব্য চালু নেই