চাঁদের কাছাকাছি পর্যটক নিয়ে যাচ্ছে মার্কিন কোম্পানি

যুক্তরাষ্ট্রের বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স ঘোষণা দিয়েছে, চাঁদের কাছে যেতে দুই পর্যটক তাদের অর্থ পরিশোধ করেছে। সে অনুযায়ী ২০১৮ সালের শেষের দিকে তাদের চাঁদের কাছে নিয়ে যাবে কোম্পানিটি। বিবিসি।

স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলছেন, এটি ৪৫ বছর পর মানুষকে মহাশূন্যে ফেরানোর একটা সুযোগ করে দিচ্ছে।

এ বছরের শেষের দিকে তাদের বহনকারী মহাকাশযানটি পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠানো হবে।

মাস্ক বলছেন, নাসার সহায়তার কারণেই এ পরিকল্পনা সফল হচ্ছে। যে দু’জন চাঁদের কাছাকাছি যাচ্ছেন তারা আগের যে কারো চেয়ে দ্রতগতির যানে যাবেন।

তবে এই দুই পর্যটকের নাম প্রকাশ করেননি মাস্ক। তিনি শুধু এটুকু জানিয়েছেন যে, তারা দু’জন একজন অপরজনকে চেনেন এবং তারা হলিউডের কেউ নয়।

তারা ঝুঁকির কথা জেনেই এতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, আমরা এই ঝুঁকি কমাতে যা যা করার দরকার করবো তবে তা কোনোভাবেই শুন্যে নামিয়ে ফেলা সম্ভব না।

তবে এই যাত্রায় চাঁদে কেউ পা রাখবেন না।



মন্তব্য চালু নেই