চলে গেলেন আধুনিক সিঙ্গাপুরের জনক
আধুনিক সিঙ্গাপুরের জনক ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ আর নেই। তিন দশক শাসনক্ষমতা পরিচালনাকারী এই নেতা সোমবার ভোরে মারা যান।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন লি কুয়ান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
লি কুয়ান ইউয়ের ছেলে ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিন গণমাধ্যমে এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘লি কুয়ান ইউয়ের মতো এমন নন্দিত নেতাকে সিঙ্গাপুরবাসী আর পাবে না। বিশ্বের অন্যান্য অংশের জন্যও এটা চরম সত্য।’
এ নেতার মৃত্যুতে সিঙ্গাপুরে ২৩-২৯ মার্চ পর্যন্ত সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
দ্য পিপল এ্যাকশন পার্টির (পিএপি) এ নেতা ১৯৫৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং তিন দশক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন।
বিশ্বের বুকে অন্যতম নগর রাষ্ট্র প্রতিষ্ঠা ও এটিকে অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে লি কিয়ান ইউয়ের অবদান অনস্বীকার্য। সিঙ্গাপুরের এ নেতাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ইতিহাসের বিরাট সত্য’ বলে অভিহিত করেছিলেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন উপাধি দিয়েছিলেন ‘এশিয়ার কিংবদন্তি মুখ’ বলে। সূত্র : দ্য গার্ডিয়ান।
মন্তব্য চালু নেই