চলতি বছরেই পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে বিশাল আকৃতির কুমড়োর!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল একটি মহাকাশ পাহাড়। মহাকাশ পাহাড়, যার নাম টিবি১৪৫, যা আমাদের দেশের মোট ৪টি ফুটবলে পিচের সমান। এই মহাকাশ পাহাড়টিকে মহাকাশবিদেরা কুমড়োর সঙ্গে তুলনা করেছেন। এই কুমড়োটি পৃথিবীর থেকে আর মাত্র ৪৮ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই পাহাড়টি প্রায় প্রতি সেকেন্ডে ৩৫ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

বিজ্ঞানীরা একটি গ্রহাণুর বিষয়ে প্রায় ৩ সপ্তাহ আগে থেকে সাবধান করেছিলেন। যদি এই বিশাল আকৃতির পাহাড়টির সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগে তাহলে হয়ত বড় সড় কোনও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

২০১৫ টীবী১৪৫ এর যে ছবি আমরা দেখতে পাচ্ছি তার থেকেও ভালো ছবি দেখানোর কথা বলেছেন নাসার একজন বিজ্ঞানী। তিনি আরও জানান, ‘প্রযুক্তির আরও উন্নতির দরকার, যার থেকে আমরা আরও ভালো ছবি এবং ঠিক ভাবে এই গ্রহাণুগুলির দূরত্ব পরিমাপ করতে পারি।’

সূত্র: জি নিউজ



মন্তব্য চালু নেই