ঘুড়ির আঘাতে শিশু নিহত

ভিয়েতনামের হো চি মিন শহরে রোববার বিশালাকৃতির এক ঘুড়ির আঘাতে প্রাণ হারিয়েছে এক শিশু। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

রোববার মায়ের সঙ্গে শহরের ঘড়ি ওড়ানোর মাঠে মায়ের সঙ্গে পানীয় বিক্রি করছিল ৫ বছরের ভান মিন দাত। এ সময় ৬০ ফুট লম্বা একটি ঘুড়ি তার ওপর এসে পড়লে সজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।

ঘুড়ি ওড়ানো উৎসবে হো চি মিনের সাইগন ক্লাব এই ঘুড়িটি আকাশে উড়িয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ঠিকমত একে উড়ানো যাচ্ছিল না। এরআগেও বেশ কয়েকবার এটি মাটিতে পড়ে যায় । শেষে এর আঘাতে মারা যায় শিশু ভান।



মন্তব্য চালু নেই