গ্যাংনাম স্টাইল নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা

সম্প্রতি গ্যাংনাম স্টাইল নাচ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় একটি মজার তথ্য পাওয়া গেছে। অনেক ধরনের নাচ আছে যা মানবদেহের শরীরের বিভীন্ন ব্যথা থেকে মুক্তি প্রদান করতে পারে। এক্ষেত্রে গ্যাংনাম স্টাইল নাচটি আয়ত্ত করতে বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণারত বিজ্ঞানীরা ।

প্রায় ৩০০ ব্রাজিলিয়ান তরুণ-তরুণীর দ্বারা পরিচালিত এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। এইসব তরুণ-তরুণীকে গ্যাংনাম স্টাইলে নাচানোর পরে তাদের কিছু অদ্ভুদ প্রশ্ন করা হয় যেমন: নাচের পূর্বে ও পরে তাদের নাচ নিয়ে অনুভূতি কি, তারা সমাজের সাথে কতটুকু সংযোগ স্থাপন করতে পারছে। এছাড়া, বিজ্ঞানীরা তাদের রক্তচাপ ও শরীরের কোনো স্থানে ব্যথা কতটুকু আছে তা পরিমাপ করেন।

গ্যাংনাম স্টাইল এই নাচটি যারা একসাথে নেচে অনুশীলন করে, তাদের মাঝে ভাল সম্পর্কের সৃষ্টি হয়। তাদের গ্রুপ একটিভিটি বৃদ্ধি পায়। এই নাচের সময় শরীরের মাঝে ইন্ডোরফিনের সৃষ্টি হয়। যা আমাদের মনকে হাসিখুশি রাখাতে সাহায্য করে। বিজ্ঞানীদের বিশ্বাস এই নাচের সময় মন খুশি হবার পাশাপাশি শারীরিক অনেক ব্যায়াম হয়। যার ফলে হাড়ের ব্যথা অনেকাংশে কমে যায়।– ইন্ডিয়া টাইম্‌স



মন্তব্য চালু নেই