গো-মাংস ভোজনকারীদের দেশত্যাগের পরামর্শ ভারতীয় মন্ত্রীর

ভারতে যারা গরুর মাংস ভোজন করেন তাদের দেশত্যাগের পরামর্শ দিয়েছেন দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের বরাত দিয়ে ডন নিউজ শুক্রবার এ খবর দিয়েছে।

নাকভি বৃহস্পতিবার বলেন, ‘এটি কোনো লাভ-লোকসানের বিষয় নয়। গো-মাংস হিন্দুদের জন্য একটি স্পর্শকাতর বিষয়।’ তা ছাড়া ভারতের অনেক মুসলমানও গরু খাওয়ার বিপক্ষে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘যারা গরু না খেয়ে বাঁচতে পারবেন না তারা পাকিস্তান অথবা আরব দেশ কিংবা পৃথিবীর যেখানে গরু নিষিদ্ধ নয় সেখানে চলে যান।’

চলতি বছরের মার্চের প্রথম দিকে দেশটির মহারাষ্ট্রে গরু জবাই, গরুর মালিক হওয়া ও গরু বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাকে গরু বিক্রি কিংবা গরুর মাংস খেতে দেখা যাবে তাকে পাঁচ বছরের জেল ও ১০ হাজার রুপি জরিমানা করার কথাও ওই নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়।



মন্তব্য চালু নেই