গোলাপগঞ্জে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী আবু তাহেরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ২টায় বিদ্যালয় অডিটোরিয়ামে পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন সরফের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হামিদের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী আবু তাহের।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সৃষ্টি ও আত্মগঠনের গুরুত্বারূপ করেন। এছাড়া তিনি বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, সংগীত শিল্পী মিতা তাহের। নবম শ্রেণীর শিক্ষার্থী তানভীর হোসেনের পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্নাময় আচার্য্য, অভিভাবক সদস্য আব্দুস সালাম চুনু মেম্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আব্দুস সোবহান, ছাদ উদ্দিন, সুলতানা বেগম, নিজাম উদ্দিন, হাজী কামাল উদ্দিন আমান, শফিক উদ্দিন, খুদেজা খানম, দাতা সদস্য বাবুল মিয়া মহাজন, সমাজসেবী আব্দুন নুর, আতিকুর রহমান, তাউছিফ তাহের, আনিকা তাহের, তামিম তাহের প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রবাসী মো. ইমাদ উদ্দিন ও সুলতান হায়দারের অর্থায়নে বিদ্যালয় নবনির্মিত গেইটের উদ্বোধন করা হয়।



মন্তব্য চালু নেই