গুগল ম্যাপস ব্যবহার করুন ইন্টারনেট ছাড়াই

অনলাইনে অবস্থান জানতে গুগল ম্যাপসের (Google Maps) জুড়ি নেই। কিন্তু ‍মুশকিল হলো সব জায়গায় ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। এ কারণে যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা ইন্টারনেট সংযোগ একেবারেই পাওয়া যায় না সেখানে এই প্রয়োজনীয় অ্যাপসটি অকেজো। তবে হতাশ হওয়ার কারণে নেই। গুগল ম্যাপস অফলাইনেও ব্যবহার করা যায়!

এর জন্য যা করতে হবে
১. ইন্টারনেট সংযোগ অবস্থায় ফোনটি অপেন করে Google Maps চালু করুন।
২. সার্চ বারে গিয়ে OK Maps লিখুন অথবা মাইক্রোফোনে ট্যাপ করে OK maps বলুন।
৩. save map to use offline এই লেখাটি এলে ক্লিক করে সেভ করুন।
৪. যেই স্থানটি দরকারি মনে করেন সেখানে ট্যাপ করলে লাল পিন দেখাবে।
৫. এবার অ্যাড্রেসবারে স্ক্রল করে save map to view offline লেখা একটি বাটন দেখতে পাবেন।
৬. শুধু একটা ক্লিক করুন।
পরে যে কোনো সময় অফলাইনে Google Maps চালু করলে ওই সেভ করা ম্যাপটি দেখাবে। এটিকে স্ক্রিনশট বলে ভুল করবেন না। এই ম্যাপ আপনি ইচ্ছেমতো জুম করে দেখতে পারবেন।



মন্তব্য চালু নেই