বলিউডের পুরুষতান্ত্রিক আচরণে ক্ষুদ্ধ প্রিয়াঙ্কা

মুক্তির অপেক্ষায় থাকা ‘মেরি কম’ ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিটির প্রচারণা চালাতে গিয়ে বলিউডের পুরুষতান্ত্রিক আচরণগুলো ভক্তদের সামনে প্রকাশ করছেন। তিনি যে বলিউডের এধরনের আচরণে ক্ষুদ্ধ তাও জানাচ্ছেন।

সম্প্রতি আহমেদাবাদে অবস্থিত ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ’ এর শিক্ষার্থীদের সামনে ‘মেরি কম’ ছবিটির প্রচরণা চালান। এ সময় তিনি বলেন, ‘আমি যখন বলিউডে কাজ শুরু করি, তখন সবাই বলতো আমি শুধু কল্পিত নারী চরিত্রে অভিনয় করি। কিন্তু সবাই যখন পিকে কিংবা কিক ছবিটি দেখতে যায় তখন কেউ বলে না, পুরুষ নির্ভর চলচ্চিত্র দেখতে যাচ্ছি।’

প্রিয়াঙ্কা অভিনীত ‘মেরি কম’ ছবিটি ভারতীয় নারী বক্সার মেরি কমের জীবনীকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। এই নারী বক্সার পাঁচ বারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই পদকজয়ী একমাত্র মহিলা বক্সার। তিনিই একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান।



মন্তব্য চালু নেই