গর্ভপাত করা নারীদের ক্ষমা করার পরামর্শ

খ্রিষ্ট ধর্মে ক্যাথলিকদের মধ্যে গর্ভপাত করার অনুমতি নেই। তবে গর্ভপাত করা নারীদের সহানুভূতির চোখেই দেখার নির্দেশ দিলেন পোপ ফ্রান্সিস। অবশ্য অনেক আগেই চলতি বছরকে ক্ষমার ‘বছর’‌‌ হিসেবে দেখার নির্দেশ দিয়েছিলেন পোপ।

এবার ভ্যাটিকানের একটি অনুষ্ঠানে পোপ বললেন, মানবতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। গর্ভপাতের মতো পাপ যারা করতে বাধ্য হচ্ছেন এখন থেকে যাজকরা চাইলে তাদের ক্ষমা করতে পারেন।

বিষয়টি ক্ষমা ও সহানুভূতির চোখে দেখতে বললেও গর্ভপাতকে এখনও স্বীকৃতি দিতে নারাজ তিনি। পোপ বলেছেন, গর্ভপাত মানে একটা প্রাণকে হত্যা করা। আমাদের ধর্ম কখনওই হত্যার অনুমতি দেয় না। প্রার্থনা করি কখনই যেন কারও গর্ভপাত করার প্রয়োজন না পড়ে।



মন্তব্য চালু নেই