গভীরতম জলের অদ্ভুত প্রাণী (ভিডিও)

সাগরের গভীরে অন্ধকার এলাকার প্রাণী নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। এ যাবৎ নানা অনুসন্ধানে ৫০০ মিটার গভীরের প্রাণীদের ব্যাপারে জানা গেছে। জানা গেছে, এদের অদ্ভুত গঠন ও জীবন নিয়ে।

এবার একেবারে ৮ কিলোমিটার গভীরের প্রাণীর সন্ধান পাওয়া গেল। ওই গভীরতায় বেশ কয়েক প্রজাতির প্রাণী ক্যামেরায় ধরা পড়েছে।

সম্প্রতি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রাঞ্চে অনুসন্ধান চালায় আন্তর্জাতিক একটি সংস্থা। তারা ৮ হাজার ১৪৫ কিলোমিটার গভীরে বসবাসরত বেশক’টি প্রজাতির ছবি তুলেছে।

সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে, ইলেক্ট্রিক ইল এবং চিংড়ির মতো সাদা ও রঙিন কিছু প্রাণী। তাদের ঘিরে রয়েছে ক্ষুদে আরো অনেক প্রাণী।

মারিয়ানা ট্রাঞ্চ হচ্ছে পৃথিবীর গভীরতম সমুদ্র গহ্বর। এর গভীরতা ১১ কিলোমিটার।

বিজ্ঞানীর এতো গভীরেও বিভিন্ন প্রজাতির প্রাণীর স্বাভাবিক বিচরণ দেখে অবাক। যেখানে এদের পিঠের উপর লাখ লাখ টন ওজনের পানির স্তম্ভ। সেই চাপে তো চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা!

এ কারণে সাগরের গভীর তলের প্রাণীগুলো সাধারণত স্বচ্ছ ও অত্যন্ত নমনীয় হয়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে, ৮ কিলোমিটার গভীরের প্রাণীগুলো জলের কম গভীরতার প্রাণীদের মতোই স্বাভাবিক গড়নের।

https://www.youtube.com/watch?v=ltsFgCiPPrA#action=share



মন্তব্য চালু নেই