‘গণতন্ত্র শুধু সংসদ ভবনে’

‘শুধু সংসদ ভবনে গণতন্ত্র আছে, দেশের আর কোথাও গণতন্ত্র নাই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় অনশন শেষে তিনি এ মন্তব্য করেন। দুপুর ১২টা থেকে অনশন শুরু করেন এরশাদ।

তিনি এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দুই নেত্রীকে না বলুন। দেশে আগুন জ্বলছে। আমরা আগুন নেভাব।’

এরশাদ বলেন, ‘আমরা মানুষের মুখে হাসি দেখতে চাই। দেশে শান্তি দেখতে চাই।’

নৈরাজ্য ও সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ অনশন কর্মসূচি পালন করেন।

এরশাদের সঙ্গে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান প্রমুখ।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কর্মসূচি প্রসঙ্গে দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা শান্তি চাই। দেশে যা চলছে তাকে আন্দোলন বলা যায় না, এটা সন্ত্রাস। আমরা সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ চাই। তাই শান্তির দাবিতে আমাদের নেতা অনশনে বসেছেন।’



মন্তব্য চালু নেই