খেলা দেখতে মাঠে আনিসুল

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা নগর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

তার ব্যক্তিগত সহকারী বলেন, ‘আনিস ভাই মাঠে খেলা দেখতে গিয়েছেন। খেলা দেখা শেষে বিকেলে তিনি আবার গণসংযোগ শুরু করবেন।’

এর আগে রাজধানীর মিরপুর বাংলা কলেজ এলাকা থেকে রবিবার সকালে দিনের গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি। পায়ে হেঁটে মিরপুরের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে নিজ প্রতীকে ভোট চান। কল্যাণপুর এলাকায় এসে দিনের প্রথম ধাপের গণসংযোগ কর্মসূচি শেষে করেন আনিসুল হক।

এরপর তিনি মিরপুর শেরে বাংলা নগর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে যান।

দিনের কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় রাজধানী মিরপুর কাফরুলের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি গণসংযোগে অংশ নেবেন। রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিকেল ৫টায় পরের কর্মসূচিতে অংশ নেবেন।

এ ছাড়াও সন্ধ্যা ৬টায় মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকার এটিএন কমিউনিটি সেন্টারে মোশাররফ হোসেন স্মরণসভায় অংশ নেবেন আনিসুল হক।



মন্তব্য চালু নেই