খালেদাকে গ্রেফতারে কোনো সিদ্ধান্ত নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

হুকুমের আসামি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আদালত থেকে গ্রেফতারের নির্দেশনা পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে রোববার সকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা পাশের বিদ্যুৎ ভবন থেকে ঘটানো হয়েছে বলে এ সময় প্রতিমন্ত্রী জানিয়েছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এক দল দুষ্কৃতিকারী বিদ্যুৎ ভবন থেকে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও মাসব্যাপী ২১শে বইমেলা উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ বিষয়ে সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্বরত সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনের বরই গাছে কে বা কারা পটকাসদৃশ বস্তু ছুড়ে মারলে বিস্ফোরিত হয়। এ ঘটনার পরপরই বিদ্যুৎ ভবনের পাঁচতলায় আরো দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে তিনি জানান।

দেশের চলমান অবস্থার পরিবর্তনে জরুরি অবস্থা জারি করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করছি পরিস্থিতি স্বাভাবিক আছে। তাই জরুরি অবস্থারও কোনো প্রয়োজন মনে করছি না।’

মির্জা ফখরুল ও রুহুল কবীর রিজভীর গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যে এর সঙ্গে জড়িত না তার কী প্রমাণ আছে? তারা যখনই কথা বলেন তার পরপরই পেট্রোল বোমা মারা হচ্ছে।’

এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৪ দলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের নিরাপত্তায় কাজ করবে।’



মন্তব্য চালু নেই