ক্রেন দুর্ঘটনার বিষয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ
মক্কায় ক্রেন দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য বিন লাদেন গ্রুপের ৯ প্রকৌশলী এবং কর্মকর্তাকে শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশটির দ্য ব্যুরো অফ ইনভেস্টিগেশন এন্ড পাবলিক প্রসিকিউশন (বিআইপি) এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন তথ্য তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলেই চার্জ শিট গঠন করা হবে। সূত্র জানিয়েছে, দায়িত্বে অবহেলা, নিরীহ মানুষের প্রাণ নাশ এবং সম্পত্তি বিনাশের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই দুর্ঘটনায় ১২৮ জন নিহত হয়েছিল। এছাড়া আহত হয়েছিল আরো বহু মানুষ।
মসজিদুল হারামে সংস্কার কাজের জন্য চুক্তি করেছিল বিন লাদেন গ্রুপ। কিন্তু সেখানে ক্রেন ভেঙ্গে পড়ার পর বহু মানুষের হতাহতের ঘটনায় তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। এছাড়া বিন লাদেন গ্রুপকে কাজ থেকে বহিস্কার করা হয়। সম্প্রতি ওই দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ওই কোম্পানীর প্রকৌশলী এবং কর্মকর্তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তদন্ত কমিটি জানিয়েছে।
মন্তব্য চালু নেই