কোপানোর পরেও বেঁচে ছিলেন জুলহাজ !

জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে দুর্বত্তরা চাপাতি দিয়ে কোপানোর পরেও জুলহাজ কয়েক মিনিট বেঁচে ছিলেন বলে দাবি করেছেন বেনজির নামের তার পাশের বাড়ির এক প্রতিবেশি।

বেনজির বলেন, ‘আছরের নামাজ পড়ে বসলাম, ঠিক এমন সময়েই পাশের বাসা থেকে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার শুনতে পাই। এরপর ওখানে গিয়ে দেখি ২টি ক্ষত-বিক্ষত দেহ পড়ে আছে ।’

তিনি বলেন, ‘দরজার সাথে ছিল জুলহাজ সাহেবের ক্ষত-বিক্ষত দেহ। একটু ভেতরেই ছিল তার বন্ধুর মরদেহ। জুলহাজ সাহেবের মা তখন আর্তনাদ করে বলছিল, আমার ছেলে বেঁচে আছে। তাকে হাসপাতালে নিয়ে চল।’

প্রথমে উপস্থিত সবাই ভয়ে জুলহাজের ক্ষত-বিক্ষত দেহ স্পর্শ করেনি জানিয়ে তিনি বলেন, ‘জুলহাজ সাহেব তখনও বেঁচে ছিলেন, তার হাত-পা নড়ছিল ।’

তিনি জানান, জুলহাজ এবং তার বন্ধু মাহবুব রাব্বীর চিৎকার শুনেও প্রথমে এগিয়ে আসেননি কেউই। তাদের কুপিয়ে চলে যাওয়ার পরেও ওই ভবনের উপর এবং নিচ তলা থেকে কেউ আসছিল না ভয়ে।

তিনি বলেন, ‘এর আগে দারোয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ফ্ল্যাটের দরজার সাথে। এরপর আমরা তাকে হাসপাতালে পাঠাই।’

বেনজির আরো জানান, সবাই প্রথমে মনে করেছিল ওই ভবনে ডাকাত ঢুকেছে। তাই ভয়ে কেউই যায়নি প্রথমে। এরপর ডাকাত চলে গেছে শুনে সবাই যেতে থাকেন ওই ফ্ল্যাটে।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানের ৩৫/এ আছিয়া নিবাসের বাসায় ঢুকে সমকামীদের অধিকার–বিষয়ক সাময়িকী ‘রূপবান’ র সম্পাদক জুলহাজ ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বত্তরা। বিডি২৪লাইভ



মন্তব্য চালু নেই