শুধরে নিন অবাক করা কিছু ভুল অভ্যাস

জীবন অনেক কিছু আমাদের দ্রুত শিখিয়ে দেয়। তবে কখনে কখনো আমরা ভুল শিক্ষাটাকে আমরা অভ্যাসে পরিণত করে ফেলি।

জানলে হয়তো অবাক হবেন যে, আমাদের প্রতিদিনের তালিকায় এমন অনেক কিছুই রয়েছে যা আমরা আসলে ভুলভাবে করে চলেছি।

জেনে নিন কিছু সঠিক কৌশল, যেগুলো হয়তো এখন পর্যন্ত অনেকেই জীবনের পুরোটা সময় ধরে ভুলভাবেই করে চলেছেন।

download (11)

অনেকেই আপেল সাইড দিয়ে খাওয়া শুরু করেন। কিন্তু সঠিক নিয়ম হচ্ছে, আপেল নীচ থেকে শুরু করে ওপর পর্যন্ত খেয়ে শেষ করা।

download (10)

অনেকে বার্গার সঠিকভাবে ধরতে পারেন না বলে, মজা করে খেতে পারেন না। বার্গার ধরার সঠিক নিয়ম হচ্ছে, বার্গারের ওপরের পৃষ্ঠে দুই হাতের বৃদ্ধাঙুল ও কনিষ্ঠ আঙুল রাখা এবং বাকি আঙুল গুলো বার্গারের নিচের পৃষ্ঠে রাখা।

download (9)

ইয়ার ফোনে তো আমরা বরাবরই গান শুনে থাকি। পাশাপাশি ইয়ারফোন কানে লাগাই ভুলভাবে। ওপরের ছবিতে দেখুন ইয়ারফোন কানে ব্যবহারের সঠিক কৌশল।

download (8)

পুশ-আপ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, শরীর পুরোপুরি সোজা রাখতে হয়।

download (7)

চুলে ববি ক্লিপ পড়ার সঠিক নিয়ম হচ্ছে, ঢেউ খেলানো দিকটা নীচের দিকে রাখতে হয়।

download (6)

তরমুজ স্লাইস আকারে কাটা শোভনীয় নয়। বরঞ্চ তরমুজ কাটার ভালো উপায় হচ্ছে আড়াআড়িভাবে কাটা।

download (5)

কলম ধরতেও অনেকে ভুল করে থাকেন। কলম খুব শক্ত করে ধরা উচিত নয়। কলম ধরার ভুল ও সঠিক নিয়মগুলো ওপরের ছবিতে দেখে নিন।

download (4)

কাপ কেক আসলে খেতে হয় এভাবেই।

download (3)

স্কোয়াটের ক্ষেত্রে উরু বাঁকাতে হয় যতক্ষণ না পর্যন্ত তা মাটির সমান্তরালে আসে।

download (2)

ব্লেন্ডার পরিস্কারের ক্ষেত্রে তা কখনো ঘষে ধোয়া উচিত নয়। বরঞ্চ ব্লেন্ডারের মধ্যেই তরল সাবান ও পানি দিয়ে তা ব্লেন্ড করে ধুয়ে নিন।

download (1)

নেইল পালিশ নোখের সৌন্দর্য বাড়ায়। কিন্তু অনেকেই এলোমেলো স্ট্রোকে নেইল পালিশ দেওয়ায় তা সুন্দরভাবে হয় না। নেইল পালিশ এভাবে ধাপে ধাপে করতে হয়।

download

জুতার ফিতার বাঁধার প্রকৃত নিয়ম হচ্ছে, হরাইজন্টালি বাঁধা, এতে দ্রুত ফিতা খোলাও যায়।



মন্তব্য চালু নেই