কে এই আকাশ, যাকে টুইটারে ফলো করেন খোদ মোদিও!

ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা আকাশ জৈন কখনও স্বপ্নেও ভাবেননি যে টুইটারে তাকে ফলো করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে ‘মোস্ট ফলোড ইন্ডিয়ান’ হলেন মোদি।

এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো মেগাস্টারকেও। এ হেন মোদি আকাশ জৈনকে ফলো করায় তিনি নিজেও তাজ্জব।

কিন্তু কেন আকাশকে ফলো করেন মোদি? বেঙ্গালুরুর এই সাধারণ শিল্পোদ্যোগী রাজনীতির আশপাশও মাড়ান না। কোনও সমাজকর্মীও নন তিনি। তাহলে? উত্তরটা লুকিয়ে আকাশ জৈনের বোনের বিয়ের অনুষ্ঠানে। মেয়ের বিয়ের কার্ডে ভারতের প্রধানমন্ত্রী ‘স্বচ্ছ্ব ভারত’-এর লোগো ব্যবহার করেছিলেন আকাশের বাবা। স্বচ্ছ ভারত প্রকল্পের অনুরাগী আকাশের বাবা এই ভাবে এই প্রকল্পের প্রচার চেয়েছিলেন।

মোদির ফলোয়ার আকাশ নিজের বোনের বিয়ের কার্ড টুইট করেন। কিছু না ভেবেই প্রধানমন্ত্রীকে ট্যাগ করেছিলেন তিনি। সেখান থেকেই তা নজরে পড়ে প্রধানমন্ত্রীর। এই উদ্যোগের প্রশংসা করে তিনি নিজেও রিটুইট করেন সেটি এবং আকাশ জৈনকে ফলো করেন। খোদ প্রধানমন্ত্রীর এই ব্যবহারে মুগ্ধ হয়ে যান আকাশ। সে কথাও টুইটারে জানাতে ভোলেননি তিনি।

২০১৪ সালে ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিবসে স্বচ্ছ্ব ভারত প্রকল্প চালু করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



মন্তব্য চালু নেই