বিশ্বরেকর্ড সৃষ্টি করা এই দুর্লভ হীরার দাম জানলে চমকে উঠবেন!

‘পিংক স্টার’ নামে একটি দুর্লভ হীরা মঙ্গলবার হংকংয়ে এক নিলামে ৭ কোটি ১০ লাখ ডলার (বাংলাদেশ টাকায় প্রায় ৫৬০ কোটি) দামে বিক্রি হয়েছে। পৃথিবীতে নিলামে বিক্রি হওয়া মূল্যবান পাথরের মধ্যে এটিই হচ্ছে দামের দিক থেকে নতুন বিশ্বরেকর্ড। খবর বিবিসির।

পিংক স্টার হচ্ছে অতি দুর্লভ গোলাপি রঙের হীরা – এবং এত বড় গোলাপি হীরা পৃথিবীর ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। বিখ্যাত প্রতিষ্ঠান সাদাবি’র নিলামে মাত্র পাঁচ মিনিট ধরে দর হাঁকাহাঁকির পরই ৫৯ দশমিক ৬ ক্যারাট ওজনের ডিম্বাকার হীরাটি বিক্রি হয়ে যায়।

আফ্রিকার এক খনিতে ১৯৯৯ সালে এটি পাওয়া যায়। তার পর দু’বছর ধরে এটি কাটা এবং পালিশ করা হয়। নিলামে দর হাঁকা শুরুই হয় ৫ কোটি ৬০ লাখ ডলার থেকে। শেষ পর্যন্ত এটি কিনে নেয় হংকং-এর জুয়েলারি বিক্রেতা চৌ তাই ফুক।

উল্লেখ্য ২০১৩ সালে এটি আরেক নিলামে ৮ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। কিন্তু এর ক্রেতা মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয়। দামের দিক থেকে পিংক স্টারের পরে দ্বিতীয় স্থানে আছে ওপেনহাইমার ব্লু নামে আরেকটি হীরা – যা গত মে মাসে ৫ কোটি ডলারে বিক্রি হয়।



মন্তব্য চালু নেই