কেন হারিয়ে গেল ডিসি-১০ বিমান?

বিশ্বের ইতিহাসে ডিসি-১০ বিমানের সর্বশেষ বাণিজ্যিক ফ্লাইট গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রের বোয়িং জাদুঘরে ঠাঁই হয়েছে বাংলাদেশ বিমানের বহরে থাকা ডিসি-১০।

কিন্তু বিমানের বহর থেকে কেন হারিয়ে গেল এটি? রোববার মার্কিন একটি সংবাদমাধ্যমকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিমানের পাইলট।

পাইলট বলেন, খরচ এবং চাহিদাই ছিল এর প্রধান কারণ। অনেক এয়ারলাইনেরই যাত্রী খরচ, বিশেষ সরঞ্জাম এবং ব্যয়বহুল অপারেটিং এর বিষয়টি বিবেচনার কোনো সামর্থ্য নেই।

বিশ্বের সবচেয়ে আরামদায়ক ও উপভোগ্য সফরের জন্য ডিসি-১০ এর বেশ সুনাম রয়েছে। তবে এটি এখনো কোনো দেশে সচল আছে কিনা; এমন এক প্রশ্নের জবাবে পাইলট বলেন, ডিসি-১০ এখনো যাত্রীসেবা দিচ্ছে কিন্তু তা সংখ্যায় খুব সামান্য। এর অধিকাংশই এখন পরিবর্তিত এমডি-১০-৩০এফ নামে ফেডএক্স এক্সপ্রেসের বহরে উড়ছে। আর এর সর্বশেষ ফ্লাইটটি ছিল বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ২০১৪ সালে।

আমেরিকার পুরাতন এই বিমানে উড্ডয়ন এবং অবতরণের সময় যাত্রীদের সরাসরি ভিডিও দেখানো হতো। পাইলট বলেন, ‘হ্যাঁ, এটি করা হতো। আমি এটি উপভোগ করতাম’।



মন্তব্য চালু নেই