‘কেন্দ্রের বাইরের খুনের দায় নেবে না ইসি’

নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ‘ভোট কেন্দ্রের বাইরের খুনের দায় নির্বাচন কমিশন নেবে না। যারা ভোট করছেন, নির্বাচিত হচ্ছেন, এ দায় তাদেরকেই নিতে হবে। কারণ, দুই পক্ষের মধ্যে মারামারি করে তারাই খুনোখুনিতে জড়াচ্ছেন। এসব ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হস্তে তা দমনের নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলোই পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের মধ্যে দাঙা-হাঙ্গামায় জড়াবে না। নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়, এমন কোনো মন্তব্য করবে না। কারণ, তারা কিছু আজগুবি কথাবার্তা বলায় নির্বাচনী পরিবেশ নষ্ট হয়।’

সদ্য বিলুপ্ত ছিটমহলযুক্ত ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন কবে হবে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্তের পরই এসব ইউনিয়ন পরিষদে স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে।’

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই