কাশ্মিরে নাক গলানোর প্রতিশোধ নিতে পিপিপির ওয়েবসাইট হ্যাক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ওয়েবসাইট হ্যাক করেছে ভারতীয় হ্যাকাররা। বুধবার ভারতীয় হ্যাকাররা পিপিপির ওয়েবসাইট হ্যাকিংয়ের পর বেশ কিছু বার্তা ঝুলে দিয়েছে।

এতে বলা হয়েছে, পাকিস্তান সরকারের সার্ভারে আবারও টিম আইবিএইচ। এটাই তোমাদের প্রত্যাশা করা উচিত। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পিপিপির ওয়েবসাইট উদ্ধার করা হয়।

এছাড়া পিপিপির ওয়েবসাইট ভারতের একটি পতাকাও ঝুলিয়ে দিয়েছে হ্যাকাররা। পাকিস্তানের জন্য বেশ কিছু বার্তাও দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, কাশ্মিরের জন্য ঘেউঘেউ বন্ধ কর।

এর আগে চিরবৈরী এ দুই দেশের হ্যাকাররা একে অপরের দেশের সরকারি বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে। গত ফেব্রুয়ারিতে লাহোর জেলার সরকারি ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় হ্যাকাররা। আইএনডি ৩এমবি৩আর নামের একটি ভারতীয় হ্যাকার গ্রুপ লাহোরের ওই ওয়েবসাইটে হামলা চালিয়েছিল।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



মন্তব্য চালু নেই