কালোব্যাজ ধারণ করবে গণজাগরণ মঞ্চ
বিএনপি-জামায়াত দেশব্যাপী যে সহিংসতা চালাচ্ছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত মাথায় কালোব্যাজ ধারণ করবে গণজাগরণ মঞ্চ।
রোববার দুপুরে জামায়াত-শিবিরের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ইমরান এইচ সরকার বলেন, ‘আজকে দেশের রাজনীতির নামে চলছে সহিংসতা। পুড়িয়ে মারা হচ্ছে জীবন্ত মানুষ। জামায়াত-শিবির নিষিদ্ধ করলে এমন সহিংস কর্মকা- হতো না। আজকে দিনেদুপুরে তারাই প্রকাশ্যে মানুষ পুড়িয়ে মারছে। অবিলম্বে জামায়াত নিষিদ্ধ করে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশব্যাপী এ সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের প্রতিটি কর্মী মাথায় কালোব্যাজ ধারণ করবে।’ একই সময় দেশের প্রতিটি নাগরিককে এ ব্যাজ ধারণের আহ্বান জানান তিনি। হরতালের বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে আবার শাহবাগ গিয়ে শেষ হয়।
মন্তব্য চালু নেই