‘বুদ্ধিজীবীরা সংলাপ নিয়ে সরব, আগুন নিয়ে নীরব’

দেশের বুদ্ধিজীবীদের সাম্প্রতিক অবস্থানকে দোষারোপ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বুদ্ধিজীবীরা দানব ও মানবকে এক পাল্লায় মাপছেন। তারা খালেদা জিয়ার অফিসে গিয়ে আগুন সন্ত্রাস বন্ধ করতে বলছেন না, উল্টো সংলাপের কথা বলছেন। তারা সংলাপ নিয়ে সরব কিন্তু আগুন নিয়ে নীরব।

তিনি বলেন, ‘নাশকতা-অন্তর্ঘাত-সন্ত্রাস-সহিংসতা আর ভুল রাজনীতির জন্য আজ যখন দেশের জনগণ বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে তখন ওই বুদ্ধিজীবীরা বিএনপিকে রক্ষার জন্য সংলাপের নামে বিএনপির হীন কর্মকাণ্ড আড়াল করছে।’

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সমঝোতার আহ্বানের বিষয়ে সরকারের অবস্থান জানাতেরবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব মন্তব্য করেন।



মন্তব্য চালু নেই