কারারক্ষীর গলাকেটে ৮ বন্দির পলায়ন

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল জেলের নিরাপত্তারক্ষীকে গলাকেটে হত্যা করে পালিয়েছে দেশটিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) আট সদস্য।

রোববার গভীর রাতে ওই বন্দিরা জেল থেকে পালিয়ে যান। খবর এনডিটিভির।

এসব বন্দির মধ্যে তিনজন তিন বছর আগে অন্য একটি জেল থেকে পালিয়েছিল।

কারা কর্তৃপক্ষ জানায়, আনুমানিক রাত ২টার দিকে তারা কারারক্ষীর ওপর হামলা চালিয়ে তাকে গলাকেটে খুন করে। পরে বিছানার চাদরের সহায়তায় দেয়াল বেয়ে পালিয়ে যায় বন্দিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মধ্য প্রদেশ কর্তৃপক্ষকে প্রদেশজুড়ে সতর্কতা জারির নির্দেশনা দিয়েছে।

পাশাপাশি পুরো দেশেও পলাতক বন্দিদের ধরতে এই সতর্কবার্তা জারির নির্দেশনা দেয়া হয়েছে।

ওই বন্দিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ডাকাতির বিচার চলছিল। জেল পলাতকরা ২০১৩ সালে ভোপাল থেকে ২৮০ কিলোমিটার দূরের কান্দোয়া জেল থেকে পালিয়ে যাওয়ার সময়ও একই পদ্ধতি অবলম্বন করেছিল।



মন্তব্য চালু নেই