কাবুলে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা : নিহত ২৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বাকির উল উলুম নামের ওই মসজিদে এই হামলায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। এতে বলা হয়, এক অনুষ্ঠান চলার সময় জনবহুল ওই শিয়া মসজিদটিতে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারী।

কাবুল সিআইডি পুলিশের প্রধান ফারিদুন ওবায়দি বলেন, শিয়া মুসল্লিদের ওপর এই বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

আফগানিস্তানের জনগোষ্ঠীর প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। পাকিস্তান ও ইরাকের মতো শিয়া-ছুন্নি সাম্প্রদায়িকতা সহিংসতা এই দেশে নেই। এর আগে জুলাইতে কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে হামলায় ৮০ জন নিহত হন, যার দায় স্বীকার করেছিল তথাকথিত ইসলামিক স্টেট।



মন্তব্য চালু নেই