কান্নায় ভেঙে পড়লেন সমগ্র ভারতে গর্ব সানিয়া মির্জা

তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ঘটনায় বিজেপি নেতা আর কে লক্ষ্মণের কটাক্ষের পর সাক্ষাৎকার দিতে গিয়ে ভেঙে পড়লেন টেনিস তারকা সানিয়া মির্জা। শুক্রবার এনডিটিভিতে সাক্ষাৎকারে আর কে লক্ষ্মণের কটাক্ষ প্রসঙ্গ উঠতেই গলা ভারী হয়ে যায় এই ভারতীয় টেনিস তারকার। তিনি বলেন, ‘প্রতি মুহূর্তে আমার নাগরিকত্বের প্রমাণ দিয়ে চলার ঘটনা খুবই বেদনাদায়ক। আমি নারী বলেই এই পরীক্ষা দিতে হচ্ছে কিনা জানি না।’ এরপরই কার্যত কান্নায় ভেঙে পড়েন সানিয়া। প্রায় এক মিনিট ব্যাহত হয় সাক্ষাৎকার পর্ব। এরপর অবশ্য নিজেকে সামলে নেন টেনিস সুন্দরী। তিনি বলেন, ‘দেশের হয়ে এত বছর প্রতিনিধিত্ব করছি। ভারতীয় পাসপোর্ট রয়েছে। কিন্তু বিয়ের পরই আমায় এই পরীক্ষা দিতে হচ্ছে।’ চোয়াল শক্ত করে সানিয়া জানান, তাঁর দেশত্ববোধ সম্বন্ধে প্রশ্ন তুললে, তিনি ছেড়ে কথা বলবেন না। তেলেঙ্গানার প্রসঙ্গে সানিয়া জানান,

নব গঠিত রাজ্যে প্রতিভার খোঁজে একটি টেনিস অ্যাকাডেমি শুরু করেছেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি সানিয়া মির্জাকে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই সিদ্ধান্তের কটাক্ষ করে সে রাজ্যের বিজেপি নেতা আর কে লক্ষ্মণ বলেছিলেন, ‘বিবাহ সূত্রে সানিয়া পাকিস্তানি বধূ।’ এমনকি তাঁর পূর্ব পুরুষরা হায়দরাবাদের লোক ছিলেন না বলেও দাবি করেছিলেন লক্ষ্মণ।



মন্তব্য চালু নেই