কাচবন্দি হচ্ছে আইফেল টাওয়ার

জঙ্গি হামলার আশঙ্কায় ইউরোপের অন্যতম দর্শনীয় স্থান আইফেল টাওয়ারের চারপাশে ২.৫ মিটার উঁচু একটি কাচের দেয়াল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস।

ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গিদের ক্রমাগত আক্রমণের হুমকি, সেইসঙ্গে আইফেল টাওয়ারের রক্ষার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানা গেছে। ফলে কড়া নিরাপত্তার বলয়ে এই টাওয়ারকে কাচবন্দি করা হবে।

গত বছর ইউরো ফুটবল টুর্নামেন্টের সময়, ৩২৪মিটার উঁচু এই লৌহ-স্থাপত্যের চতুর্দিকে লোহার বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এবার সেই স্থানই মুড়ে ফেলা হবে কাচের দেওয়ালে।

উল্লেখ্য, ২০১৫-এর ফেব্রুয়ারি থেকে, ২০১৬-এর জুলাই পর্যন্ত, নাশকতার জন্য ফ্রান্সে প্রাণ হারান প্রায় ২৩৮জন।



মন্তব্য চালু নেই