কাউন্সিলর প্রার্থী সেলিমের ভাই গুলিবিদ্ধ

সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়েছেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সেলিমের ভাই শাহীন।

মঙ্গলবার দুপুরে রায়েরবাজার টালি অফিসের সামনে দুষ্কৃতরা তাকে গুলি করে।

জানা গেছে, সেলিমের ভাই শাহীনের পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। এ ছাড়া পাশে থাকা তার বন্ধু মামুনও গুলিবিদ্ধ হয়েছেন। মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই