কর্ডোভা স্কুলে ফল প্রকাশ

কলারোয়ার সিংগা হাইস্কুলে ফল প্রকাশ ও শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়া বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রফিক। শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, অভিভাবক ডা.আইয়ুব আলী, ইছহাক গাজী, জিয়ারুল আমিন, আহাদ আলী, ফারুক আহম্মেদ মন্টু, মাস্টার হাফিজুর রহমান, আব্দুল মজিদ, আহাদ আলী, শহিদুল ইসলাম, প্রাক্তন ছাত্র ফরহাদ হোসেন, আল মামুন, ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রতি শ্রেণির প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

কলারোয়া কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
কলারোয়া কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্কুলের হলরুমে এসএমসি’র সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন প্রফেসর নজরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অভিভাবক সদস্য গণমৈত্রীর পরিচালক মেহেদী হাসান, সদস্য শেখ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, এড. হাসানাত মনির, অধ্যক্ষ এসএম শহিদুল আলম, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, মাস্টার রবিউল ইসরাম, আ’লীগ নেতা আনারুল ইসলাম, শিক্ষক নাজমা পারভীন, অভিভাবক সদস্য আবু বকর প্রমুখ। ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।



মন্তব্য চালু নেই